আজকাল রাস্তায় বের হলেই ইয়ং জেনারেশনের মুখে কালো প্লাস্টিক ফ্রেমের বড়  বড় চশমা দেখা যায়। চশমা, সানগ্লাস নয়। কোথায় যেনো দেখেছি মনে করতে করতে  বাসায় এসে বুঝলাম এটা কোলকাতার এক নায়কের জাপানিজ ওয়াইফ মুভির চশমা। যে  কিনা চিঠি মারফত(হালের ফেসবুক?) জাপানী এক মেয়ের সাথে প্রেম করতো।![]()


বুঝলাম না, এত কিছু থাকতে কোলকাতার এই নায়কের পিছে লাগলো কেন? নাকি এটাকে ভারত মাতার প্রতি নতুন প্রজন্মের শ্রাদ্ধ্য মনে করবো?    
No comments:
Post a Comment