Sunday, October 30, 2011

ভালোবাসা কি !!!

ভালোবাসা কি !!!

ভালোবাসা হচ্ছে যখন মা রাতে আমার রুম এ এসে বলে " বাবা, আমি তোকে ভালোবাসি"
ভালোবাসা হচ্ছে যখন কলেজ থেকে দেরিতে আসি আর বাবা বলে " বাবা, দেরি হবে যখন একবার কল করে দিলেই পারতি"
ভালোবাসা হচ্ছে যখন ভাবি বলে" কিরে প্রেম ট্রেম করিস নাকি??
ভালোবাসা হচ্ছে যখন বোন বলে" আমার বিয়ের পর আমার সাথে ঝগড়া কে করবে"
যখন মন ভালো থাকেনা ভাই এসে বলে " চল কোথাও ঘুরে আসি"
ভালোবাসা হচ্ছে যখন প্রিয় বন্ধু কল করে আর বলে "শালা, তোরে ছাড়া কিছু ভালো লাগেনা "
তারপরও আমরা ভালবাসা নামের একটা জিনিস আবদ্দ হতে ইচ্চুক । কেও পাই কেও পাই না..................

No comments:

Post a Comment