
এবার আপনাদের রুচিশিল নতুন ছবিতে


পারসনা, কানিজ আলমাস নিয়ে বিকল্প মিডিয়া, ফেইসবুক, টুইটার ব্লগে সমাজের প্রকৃত শিক্ষিত, মর্ডান ও সচেতন মহলে ব্যপক আলোচনা সমালোচনা হয়েছে ঘটনাটি নিয়ে আমিও শুরু থেকেই স্বরব থাকলেও আমার ভেতর অন্য একটি ডাইমেনশন প্রথম থেকেই খোঁচাচ্ছিল।কোন ভাবেই বিষয়টি ইগনোর করতে পাচ্ছি না।বিষয়টি হলোঃ
১. স্পা জিনিষটা কি ?
২. একটি গড় মানের স্পার জন্য নূন্যতম চার্য কত ?
৩. পারসনার বিভিন্ন ক্যাটাগরির স্পা'র মূল্য তালিকাটা কেমন ?
৪. এই স্পা কারা করে ?
৫. কোথায় পায় এরা এত টাকা ?
৬. যে দেশে আজও একজন সাধারন নারীকে ইট ভেঙ্গে, মাটি কেটে, জুগাইল্লা দিয়ে সন্তানের ও নিজের জন্য অন্ন জোগার করতে হয়ে সেই ভাঙ্গাচোরা দেহের নারীর দেশে এরা কোন নারীরা যারা স্পা করে ঘুরে বেড়ায়, সপ্তাহে একদিন কানিজ আলমাসের সময় কেনে ও ব্যয় করে ?
৭. এদেশের নারীরা কেন উপরের ছবিটির মত কুৎসিত একটা বডি ম্যাসাজ করাবে ?
৮. এরা কোন স্বামীর নারীরা যাদের স্পা লাগে ?
৯. এরা কারা, এরা নিজেদের ব্যক্তিগত বিলাস বাসনায় সমাজে আর কি কি ঢোকাচ্ছে ?
১০. দেশের মেরুদন্ড গ্রামের ঐ হাসু বিবির সাথে এদের কোন আত্মার সম্পর্ক আছে কি ?
১১. কোন কোন স্পা করতে নাকি ৫০ হাজার থেকে লাখ টাকাও বিল দিতে হয় ?
....
....
এরা এরা এরা এমন আরও একশত প্রশ্ন।
সেই সাথে এই ডাইমেনশনের অপারেটর গ্রুপ যারা নিজেদের ব্যাবসায়ীক স্বার্থে এগুলি ঢোকাচ্ছে তাদের উদ্দেশ্য লক্ষ্য কত গভীর, কতটুকু অর্জন করে ফেলেছে এরই মধ্য এমন আরও একশ প্রশ্ন সহ মোট দুইশ প্রশ্ন।
এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনার মনে হবে পারসনা আপনাদের নির্লজ্জতা ভিডিও করে উচিত কাম করেছে।এই ভিডিও ইন্টারনেটে ছাড়া উচিত।জাতির দেখা উচিত মানুষের গরু বেচা ক্ষেত বেচা টাকায় আপনারা কিভাবে উলংগ হয়ে দেহ টিপান।এদের স্পা লাগে।এদের আরও অনেক কিছু লাগে।এদের অনেক টাকা।এদের চাহিদা মিটাতেই এসব রাজাবাদশার বিলাসিতা এদেশে প্রবেশ করে।এদের ফলো বা অনুকরন করে এসব জিনিষ সমাজের গভিরে ঢুকতে থাকে।এদের কর্ম ও জীবনাচার বাকি পটেনশিয়াল প্রতিযোগির জন্য জাতে উঠার ধাপ।এদের গাড়ি লাগে এসি লাগে বাথরুমে দশ লাখ টাকার ফিটিংস লাগে সিঙ্গাপুর ব্যাংকক লাগে।এদের এই টাকার উৎস এখন জনগণ জানে।এরা সব বড়বড় চোরের পরিবারের সদস্য।এরা সমাজের কেনসার।এদের একএকটা কাজ কর্ম দেখে উৎসাহিত হয়ে আজ গ্রামেগঞ্জে এসব পর্নোগ্রাফি সহ সকল অপসংস্কৃতি ঢুকছে।
অন্যদিকে পারসনা, কানিজ আলমাস মিডিয়া এরা এদেরই মূলধারার সদস্য।এরাই একএক সময় একএক ক্ষেত্রে উদ্দোক্তা।এরা এদের ভেতরের শক্তিশালি কোর গ্রুপ।এরা যদি পারে পুরো দেশটাই সাফ কাউলা করে বিক্রি করে দেয়।এরা ব্যাবসার জন্য করতে পারে না এমন কোন কাজ নেই।
এদের দুই দলের উভয়ের কাহিনী ও ভিডিও উন্মোচন হওয়া উচিত।এটা আমাদের মত সাধারনের দাবী, তৃতীয় শক্তির দাবি।নিচের ছবিতে আমাদের ৯৫ শতাংশ নারীর প্রতিনিধী যাদের রোদে পোড়া দেহে কোনদিন স্পা লাগবে না।

আপনার অবস্থান কোথায় স্পা গ্রুপ, পারসনা গ্রুপ নাকি আম গ্রুপ নাকি কোন দুই গ্রুপের শংকর।
পারসনার মতো একটা নামীদামী পার্লার কি ভাবে এমন নাক্কার জনক কাজ করে তার গ্রাহকদের ঠকায় ভাবতেই ঘেন্না হয়।
ReplyDeletemanus jokhon tar bagger chaka chage korar jonno nirontor porisrom kore jacee tokhon ei doroner bilashita kinba oti matray publicity ei service ke aro vesi popular kore tulbe.
ReplyDeleteek somoy manus yaaba ki janto na.
but media er kollane ekon sobai jane yaava ki.
janar por jara ekto oti utshahi tara eta 2/3 times sevon kore & eksomoy er chain asokto hoye jay.
tai media a te ei doroner News publicity kora uchit na.
egulu publicity close hole egulur use kiso ta holeo kom thakbe.