Thursday, October 6, 2011

সংজ্ঞাঃ "Kiss" কাকে বলে ????

জ্যামিতি অনুসারে...
“Kiss হচ্ছে দুইটা ঠোঁট এর ন্যূনতম দূরত্ব!!” :)

ইকনমিক্সঃ
“Kiss হচ্ছে এমন একটা জিনিশ যার চাহিদা সব সময় যোগান অপেক্ষা বেশি থাকে”

ফিজিক্সঃ
“এটা হচ্ছে মানবদেহকে চার্জ করার পদ্ধতি”X((

কম্পিউটারঃ
“ দুইটা দেহ এক টা আরেকটা এর সাথেসংযুক্ত! থাকে কোন ডাটা ক্যাবল ছাড়াই!!”;)

টাংকিবাজদের/রোমিওদের মতেঃ
"Kiss এমন একটা জিনিস যা খাইতেও মজা আবার খাওয়াইতেও মজাই মজা!!"B-)

রসায়নঃ
"দুটি মৌলের পারস্পারিক অবস্থানের ফলে উত্‍পন্ন ইলেকট্রন আদান এবং প্রদান"X(

একাউন্টিং:
"দুটি ঠোঁটের ডেবিট ক্রেডিট !!!":D

বিশিষ্ট সিরিয়াল কিসার এমরান হাসমির মতে
"আমার ফ্লিমে যেই সিন দশবার করে দেখানো হয় সেটাই কিস"
এহন ও যদি না বুজেন তাইলে উনার মার্ডার,মার্ডার টু,আশিক বানায়া আপ্নে!এইগুলা দিনে চৌদ্দবার করে দেহেন!:)B-):)



(পোস্টটা আমার উদ্ভট মস্তিষ্কের প্রতিফলন ,কেউ যদি এটা বাস্তবের কারে লগে মিলাইতে চান সেটা নিতান্তই আপনার ব্যাপার)

No comments:

Post a Comment