Saturday, October 22, 2011

পুরো ইন্টারনেট বন্ধ করে দেয়া অথবা আবার চালু করার ক্ষমতা আমেরিকান সরকারের হাতে

ইন্টারনেট আবিস্কার হয় ১৯৬০ সালে, আমেরিকা সরকার প্রথম ইন্টারনেট ব্যবহার করত তাদের সেনাবাহিনীর জন্য, পরে আস্তে আস্তে অনন্য বিভাগে ইন্টারনেট এর ব্যবহার শুরু করে। ২০০৯ এর গবেষণায় পৃথিবীর ৪ ভাগের ১ ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০০০ থেকে ২০০৯ পর্যন্ত ইন্টারনেট ব্যবহার কারীর সংখা বেড়েছে ৩৯৪ মিলিয়ন থেকে ১.৮৫৮ বিলিয়ন।
- পুরো ইন্টারনেট বন্ধ করে দেয়া অথবা আবার চালু করার ক্ষমতা আমেরিকান সরকারের হাতে, ICANN's security scheme নামের একটি সরকারী সংস্থা এটার প্রধান authority . ওরা পৃথিবীর সাত জন বিশ্বস্ত ইন্টারনেট ব্যবসায়ী -কে DNSSEC Root Key বহন করার দায়িত্ব দিয়েছেন , যারা ইচ্ছা করলে সর্বনিম্ন ৫ জন একসাথে হয়ে আমেরিকার ১ টি গোপন স্থানে DNSSEC Root Key দিয়ে পুরো ইন্টারনেট বন্ধ করে দিতে পারবে। এই সাত জন মানুষের অবস্থান : ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, বুর্কিনা ফাসো,ত্রিনিদাদ ও টোবাগো, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র।

No comments:

Post a Comment