Friday, October 14, 2011

দূর্গাপুজা মন্ডপে হাসিনার বক্তব্য ও সৌদি বাদশার ক্রস পরিধান


পুজামন্ডপে হাসিনার বক্তব্য নিয়ে জামাতিরা হৈচৈ করছে। ধর্মীয় শুড়শুড়ি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এরা সম্ভবত সৌদি বাদশার ক্রস পরিধানের ছবি দেখে নাই। ক্রস পরিধানের জন্য কি সৌদি বাদশা খ্রীষ্টান হয়ে গিয়েছিলেন? রূপক অর্থে মানুষকে খুশী করতে নেতারা, রাজা বাদশারা অনেক কিছু করে থাকেন।

দেশে বহু ধর্মের মানুষের বাস। কোন ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক নেতারা কোন ধর্মের মানুষরা পছন্দ করবে বা প্রভাবিত হবে - এমন বক্তব্য দিতে পারেন।

হাসিনা হিন্দু ধর্মের অনুষ্ঠানে তাঁর দেশের ফসল ভাল হওয়ার জন্য হিন্দুদের ঈশ্বরের কৃপাদৃষ্টির কথা বলেছেন। গজে চড়ে দূর্গা এসেছেন বলে ধন্যবাদ জানিয়েছেন। তাতে নিশ্চই হিন্দুরা খুশী হয়েছেন।

এ নিয়ে চরমোনাই পীর ও জামাতিরা মাঠ গরমের যে ব্যর্থ চেষ্টা করছে তাতে তাঁদের ডিম পড়া দিয়ে শান্ত করা উচিত!

No comments:

Post a Comment