
অ্যাংরি বার্ড গেমস টি খেলেছেন তো নাকি ! যদি খেলে থাকেন তাহলে তো খুব ই ভালো করেছেন; আর না খেলে থাকলে আজই ডাউনলোড করে খেলুন; আমার খেলা গেমস গুলোর মধ্যে এটি সেরা গেমস গুলোর সেরা, এ কথা শুধু আমি বলছিনা আর দশটা গেমার দের জিজ্ঞেস করুন তাহলে বুঝবেন ;)
এ পর্যন্ত গেমটি ৪০ কোটিবার ডাউনলোড করা হয়েছে। আর এ সাফল্যেই গেমটি নিয়ে মুভি নির্মাণ করতে চাইছে গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিও। -খবর হাফিংটন পোস্ট-এর।
স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ওয়েব ২.০ কনফারেন্সে রোভিও কর্তৃপক্ষ জানিয়েছে, আইফোনের জনপ্রিয় গেম অ্যাংরি বার্ড সারবিশ্বে দৈনিক ৩০ কোটি মিনিট খেলা হয়।
এদিকে, অ্যাংরি বার্ড গেমটিতে নতুন চরিত্র হিসেবে আরো একটি ‘বার্ড’ যোগ করার পরিকল্পনা করেছে রোভিও। তবে, এটি ঠিক কি জাতীয় বার্ড হবে সে বিষয়ে এখনো মুখ খোলেনি রোভিও কর্তৃপক্ষ।
‘অ্যাংরি বার্ড’ মুভিতে কোনো তারকা অভিনেতা থাকছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি রোভিও।
No comments:
Post a Comment