Thursday, October 6, 2011

দেশে নতুন ফাইজলামি শুরু হইছে, ''এক টাকা্ ভাংতি নাই/ চকলেট্ ন্যান''

একটি সূক্ষ্ম দুর্নীতির গপ্পো
দেশে যখন বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিযোগীতায় সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, সম্প্রতি তখন যোগ

হয়েছে তাদেরকে আরও লুট করার নতুন নতুন সব পদ্ধতি। এরই মধ্যে একটি হচ্ছে "ভংতি নাই" পদ্ধতি।

হয়ত খেয়াল করে থাকবেন যে প্রাই আপনি কিছু কিনছেন বা লোকাল পরিবহণে যাত্রা করছেন কিন্তু এক

টাকা ফেরত পাওয়ার থাকলে বলা হচ্ছে ভাংতি নেই, বা তার পরিবর্তে আপনাকে চকলেট অফার করা

হচ্ছে। আপনি হয়তো সময় স্বল্পতার কথা ভেবে বা এক টাকা বড়কোনও বেপার না ভেবে চলে যাচ্ছেন। কিন্তু একবার ভেবে দেখেছেন কি? আপনার মত আরও ৫০ জন ক্রেতা বা যাত্রীর কাছথেকে ওই ব্যক্তি প্রায়ই কত টাকা ঠকিয়ে নিচ্ছ ?? এক টাকার প্রতি এভাবে অবহেলা দেখিয়ে আমরা কি টাকার মূল্য কমিয়ে দিচ্ছি না??? সরকারি পর্যায়ের দুর্নীতি ঠেকাতে না পারি কিন্তু এসব অশিক্ষিত লোকদের কাছথেকেও কি আমরা মার খাব ??!!
আপনি যদি প্রশ্রয় দেন তাহলে আপনার পরের লোকটিও এই একইভাবে ঠকবাজির শিকার হবেন।
নিজের জন্যে না হলেও আমাদের মত আরেকজন সাধারণ লোকের কথা ভেবেও কি আমাদের এসবের বিরুদ্ধে শক্ত হওয়া উচিত নয় ? যেদিন আপনি শক্ত হয়ে টাকা ফেরত চাইবেন, দেখবেন আপনার পাশের লোকটিও সাহস করে এই সূক্ষ্ম দুর্নীতির বিরোধিতা করছেন।

No comments:

Post a Comment