Thursday, October 6, 2011

হাইরে বিউটি পার্লার.......

এদিকে গোপন ক্যামেরা নিয়ে হৈ চৈ পড়ায় সৌন্দর্য সচেতন নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিনে পারসোনার গুলশান, বনানী, মিরপুর ও উত্তরাসহ সবকটি শাখাতেই সেবা গ্রহণকারীর সংখ্যা কমেছে। অন্য বিউটি পার্লারে যেতেও অনেকে ভয় পাচ্ছেন।
গুলশানের একটি খ্যাতনামা বিউটি পার্লারের স্বত্বাধিকারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, পারসোনা যে ঘটনা ঘটিয়েছে, তাতে এ শিল্পে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। কারণ শুধু স্পা করতেই নয়, বেশকিছু রূপচর্চা করতেও নারীদের পোশাক পরিবর্তন করতে হয়। কিন্তু আপত্তিকর ভিডিওচিত্র কোনো গোপন ক্যামেরায় ধারণ করা হতে পারে এ ভয়ে গত কয়েকদিন ধরে সেবা নিতে আসা নারীরা পরিধেয় কাপড় সামান্য আগলা করতেও চাইছেন না।

No comments:

Post a Comment