Wednesday, September 14, 2011

Life Partner (HD Hindi Movie) Download Now

বলিউড মুভি দেখতে কেনা পছন্দ করে। কিন্তু ছবিটি যদি হয় রোমাঞ্চকর আর মজার তাহলে তো কথাই নেই। আমার পছন্দের একটা মুভি হচ্ছে Life Partner। ছবিটি বেশ হাসির এবং রোমাঞ্চকর। ছবিটিতে মুলত তুলে ধরা হয়েছে বৈবাহিক অবস্থায় মানুষ কতটা সুখ বা কতটা দুঃখ অনুভব করে ;) । মুলত ছবিটি দিয়ে অনেক কিছু শেখা সম্ভব। বিশেষ করে নৈতিকতা ও সামাজিকতা শেখা সম্ভব। ছবিটির এক পর্যায়ে দেখা যায়, দাম্পত্য জীবনে তাদের বেশ সুখ। কিন্তু এক পর্যায়ে তাদের মধ্যে সৃষ্টি হয় কোলাহল। এবং এক সময় পরিণত হয় ডিভোজ (তালাক) এ। ছবিটিতে নায়কের ভুমিকায় অভিনয় করছেন ৩ জন। এবং নায়িকার অভিনয়ে আছেন ৩ জন। আসলে সত্যি বলতে আমি গোবিন্দা ছাড়া আর সোনাম কাপুর ছাড়া বাকি আর কারো নাম জানি না। তাই তাদের নাম বলতে পারবো না ;) তবে আমার বিশ্বাস ছবিটি আপনারা দেখে বেশ মজা পাবেন।

প্রয়োজনে এর একটা ট্রেলার দেখে নিতে পারেনঃ

ছবিটি HD কোয়ালিটির এবং সাইজটা মোটামুটি সামর্থ্যের ভেতরে রয়েছে। এই তো ৪০০ থেকে ৬০০ মেগাবাইটের মধ্যে। আপনাদের সুবিধার জন্য আমি অনেকগুলো Mirror দিলাম। এবং বেশ অনেকগুলো পার্ট এ রয়েছে। আপনাদের সেখান থেকে খুশি ডাউনলোড করে নিন।

Rapidshare: [RAR Password: NiCk]

Download [Part 1]
Download [Part 2]
Download [Part 3]
Download [Part 4]
Download [Part 5]

Megaupload:

Download [Part 1]
Download [Part 2]
Download [Part 3]

No comments:

Post a Comment