Wednesday, September 21, 2011

টুইট করার সুযোগ দিচ্ছে ফেসবুক

টুইট করার সুযোগ দিচ্ছে ফেসবুক

সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক থেকে মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটারে টুইট করার সুযোগ দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। এখন থেকে ফেসবুক স্ট্যাটাসকেই টুইট হিসেবে পোস্ট করা যাবে। খবর গুগল নিউজ-এর।

কোনো ফেসবুক ব্যবহারকারী যখন ফেসবুক স্ট্যাটাস সবার জন্য উন্মুক্ত করে দেবেন সেটি তখন স্বয়ংক্রিয়ভাবে টুইটারেও টুইট হিসেবে পোস্ট হয়ে যাবে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এ ব্যবস্থা চালু করা হবে। এ জন্য ফেসবুকের টুইটার পেজে গিয়ে নিজের প্রোফাইল/পেজ কে টুইটারের সাথে লিংক করতে হবে। কেবল পাবলিক বা সবার জন্য উন্মুক্ত পোস্টগুলোই টুইট হিসেবে আপডেট করা যাবে।

উল্লেখ্য, ফেসবুক থেকে টুইট করার সুযোগ আগেও ছিলো। থার্ডপার্টি সফটঅয়্যার ব্যবহার করে বা অ্যাকাউন্ট সেটিংসের মাধ্যমে টুইট করা সম্ভব ছিলো। কিন্তু থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বন্ধ করে আনুষ্ঠানিকভাবে সবার জন্য এ সুযোগ আনছে ফেসবুক।

বিশ্লেষকরা বলছেন, গুগলের সোশ্যাল নেটওয়ার্কিং গুগল প্লাসের সঙ্গে প্রতিদ্বন্দিতায় এগিয়ে থাকতেই নিত্য-নতুন সুবিধা দেয়া হচ্ছে ফেসবুকে।

No comments:

Post a Comment