Friday, September 30, 2011

দুই ডাবের দাম ২৫০০ টাকা :-B :-B :-B







মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চরসাটুরিয়া জামে মসজিদে দান করা দুটি ডাব মুসল্লীদের কাছে ডাকের মাধ্যমে আড়াই হাজার টাকায় বিক্রি করা হয়েছে।




একটি ডাব স্থানীয় সাংবাদিক সোহেল রানা ১৫০০ টাকায় ও অপর ডাব মোঃ সোহেল মিয়া ১০০০ টাকায় সর্বোচ্চ ডাকে কিনে নিয়েছেন।


চরসাটুরিয়া জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী জানান, শুক্রবার জুমার নামাজের সময় জনৈক ব্যক্তি দুটি ডাব মসজিদে দান করেন। নামাজ শুরুর আগে মুসলিল্গদের কাছে ডাব দুটি বিক্রির জন্য ডাকের ব্যবস্থা করা হয়।


কোন বেকুবে মসজিদে ডাব দান করছে, সেটা খুব জানতে ইচ্ছে করছে।


এইপোস্টকে ফান হিসাবে নিতে পারেন, কিন্তু কোনো ধরনের ধর্মীয় অনুভূতিকে আঘাত করা কাম্য নয়।

No comments:

Post a Comment