Wednesday, September 21, 2011

ফিচার ফোনের জন্য ফেসবুকের নতুন অ্যাপ্লিকেশন

সব ধরনের মোবাইলে যাতে ফেসবুক ব্যবহার করা যায় সম্প্রতি সে ব্যবস্থা করতে যাচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক। জানা গেছে, বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশগুলোর মোবাইল ব্যবহারকারীদের লক্ষ্য করেই ফেসবুক কর্তৃপক্ষ একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। খবর হেরাল্ড সান-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি ‘ফিচার ফোন’ এর জন্য নতুন অ্যাপ্লিকেশন তৈরি করেছে। এ অ্যাপ্লিকেশনটি ব্যবহারের ফলে প্রায় আড়াই হাজার নতুন ডিভাইস ফেসবুক ব্যবহারের উপযোগী হবে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ফেসবুক ব্যবহারের জন্য অ্যাপল বা গুগলের তৈরি স্মার্টফোনগুলো তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখনও সহজলভ্য নয়। পশ্চিমা দেশগুলোতে নতুন প্রযুক্তির ব্যবহার করা সহজ হলেও এখনও বাংলাদেশ, ভারতসহ রাশিয়া, ইন্দোনেশিয়ায় ‘ফিচার ফোন’ই বেশি ব্যবহৃত হয়।

জানা গেছে, নতুন এ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আগে যেসব মোবাইলে ফেসবুক ব্যবহার করা যেতো না এখন তাতে ফেসবুক নিউজ ফিড, ছবি এবং ইনবক্স অপশনটি ব্যবহার করা যাবে।

জানা গেছে, জাভা ফরম্যাট ব্যবহার করে ফেসবুকের এ অ্যাপ্লিকেশনটি লেখা হয়েছে। এ অ্যাপ্লিকেশনটি m.facebook.com বা সরাসরি d.facebook.com/install সাইট থেকে ডাউনলোড করা যাবে।

No comments:

Post a Comment