Wednesday, September 14, 2011

সম্পূর্ণ বাংলায় রচিত আল-কুরআন ডাউনলোড করে নিন!

ইসলাম সম্পর্কে / আল- কুরআন সম্পর্কে লিখতে বসলাম। খুব ভালো লাগছে। আল্লাহর কৃপাতে এই শুরুটা অব্যাহত রাখার চেষ্টা করব। আজ আমি আপনাদের সাথে এমন একটি পবিত্র জিনিস শেয়ার করলাম। যা ইসলামের মূল স্থম্ব। আল কুরআন হচ্ছে মানব জাতির জন্য পথ প্রদর্শক। আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা আল-কুরআন নিয়ে হাজির হয়েছি।

যা আমাদের এই জীবনের সব কিছু পরিবর্তন করে, এবং যার মালিক সয়ং আমাদের প্রতিপালক। আর আমরা সব সময় ব্যস্ত থাকি নাচ গান, ইংলিশ মুভি নিয়ে, আমাদের এই ইসলাম আজ বিলুপ্তের পথে আর এর কারণ আমারা। বন্ধুরা প্রযুক্তির এই সংক্ষিপ্ত জীবনে নানা কিছুর মধ্যে আপনি একটু সময় ব্যয় করুন এই মহা গ্রন্থের জন্য আর আল্লাহ কে ভয় করুন, আসুন আমরা সবাই কুরআনের আলোতে নিজেদের জীবনকে আলোকিত করি। এই আমার কামনা, আজ এই পর্যন্ত দোয়া করবেন যেন আগামীতে আরো কিছু ইসলামী বই নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি।

বইটি ডাউনলোড করতে নিচের ইমেজটিতে ক্লীক করুনঃ

No comments:

Post a Comment