Monday, September 19, 2011

পবিত্র কোরআন এবং "বিগ ব্যাংগ"

বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত মহাবিশ্ব সম্পর্কে সারা পৃথিবীতে এ ধারনা প্রচলিত ছিল যে, এই মহাবিশ্ব অসীম এবং সমসময় তা এমনিই থাকবে। জ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই মডেল ভূল প্রমানিত হয়। বর্তমান ২১ শতকে পৃথিবীর প্যখ্যাত কিছু বিজ্ঞানী ও গবেষকের অক্লান্ত পরিশ্রম, পরীক্ষা নিরীক্ষা এবং গানিতিক গননার ফলশ্রুতিতে আধুনিক পদার্থবিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই মহাবিশ্বের একটি শুরু রয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞানের মতে, ১৩ থেকে ১৪ বিলিয়ন বছর পূর্বে এক মহাবিস্ফোরনের ফলে মহাবিশ্বের বিস্তৃতি আরম্ভ হয়। এটাই “বিগ ব্যাংগ”। এই মহাবিস্ফোরনের শুরুতে মহাবিশ্বের সকল পদার্থ এবং শত্তি একটা নির্দিষ।ট বিন্দুতে একীভূত ছিলো।

পবিত্র কোরআনে মহান আল্লাহপাক ঘোষনা করেছেন:
Yusuf Ali: Do not the Unbelievers see that the heavens and the earth were joined together (as one unit of creation), before we clove them asunder? We made from water every living thing. Will they not then believe?(21:30)

No comments:

Post a Comment