Monday, September 12, 2011

বৃষ্টির জন্য এরেকটি মুভি-Water for Elephants

বৃষ্টির জন্য এরেকটি মুভি-Water for Elephants

টুইলাইট খ্যাত রবার্ট পাটারশন আর অস্কার বিজয়ী রিজি এই মুভিতে অভিনয় করেছেন।
অসাধারন অভিনয়। কাল রাতে ডাউনলোড দিলাম আজ শেষ হলো। ১৫ মিনিট হলো হলো দেখছি। আমার কাছে চমৎকার লাগছে। তাই শেয়ার করলাম। বৃষ্টির জন্য পারফেক্ট মুভি। সেরকম কোনো কাহিনি না। কিন্তু রোমান্সে ভরপুর। অসাধারন অভিনয়, লজিকগুলো বেশ ভালো লাগার মতো। মুভির সেটটা মনকাড়া।
সার্কাস কর্মচারি হিসেবে কাজ করে রর্বাট। ওখানে প্রেম। আর ওখানেই কাহিনি। যাই হোক মুভির পরিবেশটা বৃষ্টির জন্য পারফেক্ট।
ভাববেন না এটাই কাহিনি। আমি কাহিনির ১% ও বলিনি। নিজেই দেখিনি তা বলবো কি। কিন্তু এমন কোনো কাহিনি না যেটা রিভিউ পরে বুঝতে হবে। দেখলেই ভালো লাগবে। কারন ভালো লাগার মত।

আই এম ডি বি এর রেটিং ৭।১
আমার রেটিং ৭।৭

বিস্তারিত জানুন এখানে।

ট্রেইলার দেখুন এখানে।

ডাউনলোড করুন ।

মিডিয়া ফায়ার ৪৫০ মেগা

টরেন্ট ডাউনলোড

No comments:

Post a Comment