Monday, September 12, 2011

নিজেই তৈরি করুন UPS : শুধু কম্পিউটার নয়, সারা বাড়ীর জন্য .।.।.।।

আমাদের অনেকেই আছেন যারা এমন একটি UPS চান যা শুধু একটি কম্পিউটার নয় ,সারা বাড়ীতেই ইলেক্ট্রিসিটি ব্যাকআপ দিবে । কিন্তু আমাদের দেশে যে সকল UPS পাওয়া যায় তাদিয়ে একটি কম্পিউটারকেই খুব অল্প সময় ব্যাকআপ দেয়া যায়, অন্যদিকে IPS গুলও নিরবচ্ছিন্ন নয়। তাই যাদের ইলেকট্রনিক্স সম্পর্কে মোটামুটি জ্ঞ্যান আছে তাঁরা নিজেরাই বা যারা বোঝেন না তাঁরা কোন ইলেক্ট্রিশিয়ান এর সহযোগিতাই সারা বাড়ীর জন্য একটি UPS বানিয়ে নিতে পারেন । নিচের লিঙ্ক টিতে UPS তৈরি করার যা যা করনীয় তা সবিই আলোচনা করা হয়েছে ।

এইখানে ক্লিক করুন

এখানে শুরুতে শুধু কম্পিউটারের জন্য আলোচনা করা হয়েছে, তবে পরে পুরো বাড়ীর জন্য বিশদ আলোচনা আছে । পুরটাই পরবেন আশা করি । মনে হয় ভালো লাগবে ।

No comments:

Post a Comment