Saturday, September 10, 2011

নেটে পত্রিকা পড়ুন।

আমারা অনেকেই নেটে খবর পড়তে ভালবাসি। একেক জন একেক পত্রিকা পড়ে। একেক রকম পত্রিকায় ভিন্ন ভিন্ন খবর দেয়। এক পত্রিকায় সব সময় সব খবর পাওয়া যায় না। সে ক্ষেত্রে আমাদের কয়েক টি পত্রিকা ঘাটতে হয় উক্ত খবর পাউয়ার জন্য। কিন্ত আমাদের এত পত্রিকার লিঙ্ক কি মনে রাখা সম্ভব??? না
তাই আজ আপনাদের এই খানে এমন ২ টি লিঙ্ক দিলাম যাতে আপনি বাংলাদেশের সব পত্রিকাই পড়তে পারবেন { আমার যানা মতে সব গুলাই আছে} ।
সাথে ভারতীয় পত্রিকা পাবেন প্রথম লিঙ্কে ।

সকলে ভালো থাকুন , সাথে থাকুন এই দোয়া করি

http://www.shopnolok.com/
http://allbanglanewspaper.com/

No comments:

Post a Comment