Tuesday, September 13, 2011

কৌতুকময় জীবন

১. আজ বাসে যখন আসছিলাম ড্রাইভারটা বলছিল এক প্যসেন্জারকে, যে কয়েক দিন আগে এক যাত্রি হোটেল সেরাটন এর কাছে নামিয়ে দেয়ার জন্য ড্রাইভার কে বলেছিল, কিছু সময় পর যখন ড্রাইভার বলল রূপসী বাংলা হোটেল এর সামনে তারা এসে পরছে এবং যাত্রিটিকে নামতে বলল, যাত্রি ক্ষ্যপে গেল আর বলল "আমিত সেরাটনের সামনে নামব, রূপসী বাংলা হোটেল না।"

২.আমার এক ভাইকে এক বার আফিস থেকে মৌলভীবাজারে কাজের জন্য যেতে বললে সে মৌলুভীবাজারে গিয়ে ক্লাইনটে ফোন করে, ক্লাইনট তাকে জানাল এই মৌলভিবাজার সিলেটে নয় ঢাকায় অবস্থিত।

No comments:

Post a Comment