Monday, September 12, 2011
মন্ত্রী বলেছেন গরু ছাগল চিনলে ড্রাইভিং লাইসেন্স দেয়া যাবে
এক লোক গেছে ড্রাইভিং লাইসেন্স আনতে। তারে দেখানো হলো জেব্রা ক্রসিংয়ের ছবি,গিয়ারবক্স, রোড সাইন এগুলো। সে বলল- কিছুই চিনি না। পরিদর্শক বললেন, 'তোমার তো বেসিকই নাই, লাইসেন্স দেয়া হবে না।' লোকটা একটা ছবি বের করে বলল, 'ইনারা আমাকে পাঠিয়েছেন।' পরিদর্শক বলল, 'ইনাদের কে চিনো?' লোকটি বলল, 'চিনিঃ একজন মন্ত্রী আবুল হোসেন, আরেকজন নৌ মন্ত্রী শাজাহান খান।' পরিদর্শক লিখে দিলেন, 'লাইসেন্স দেয়া যেতে পারে। মন্ত্রী বলেছেন গরু ছাগল চিনলে লাইসেন্স দেয়া যাবে। আবেদনকারীর এই যোগ্যতা প্রমানিত হয়েছে।'...(সংগৃহীত)
Labels:
জোকস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment