Tuesday, September 13, 2011

ব্যাংক নোট অ্যালবাম কোথায় পাওয়া যাবে?

http://static.collectons.com/images/items/2010/11/24/1290644868.jpg

দেশে নতুন নোট চালু হইছে। পুরানো নোট গুলা আস্তে আস্তে কমে যাবে। এক সময় পাওয়া যাবে না। তাই ভাবলাম আগের নোট গুলা কালেক্ট করি। নোট তো আর যেখানে সেখানে রাখা যায় না। তাই জানা দরকার কোথায় ব্যাংক নোট অ্যালবাম পাওয়া যাবে।
কারো জানা থাকলে একটু আওয়াজ দেন!!

গুগল সার্চ করে এটা পেলাম। ভালোই লাগল। দেখতে পারেন। মোটামুটি সব নোটগুলোই আছে।

No comments:

Post a Comment