দিনের পর দিন পাল্টে যাচ্ছে প্রযুক্তির ধরন। আগে মানুষ মোবাইলে শুধু কথা বলতে বা শুনতে পেতেন। পারতেন এসএমএস পাঠাতে। তাতে আসেত্ম আসেত্ম যোগ হয়েছে ভয়েস মেইল, এফএম রেডিও, ইন্টারনেট সুবিধা আরও কত কি! একটি ল্যাপটপ যে সুবিধা দেয় তার কাছাকাছি চলে গিয়েছে আইপ্যাড বা স্যামসাংয়ের গ্যালাঙি ট্যাব। গত অক্টোবরে দড়্গিণ কোরিয়ার ইলেকট্রনিঙ সংস্থা স্যামসাং বাজারে ছাড়ে ৭ ইঞ্চির গ্যালাঙি ট্যাব। এর মাধ্যমে তারা অ্যাপলের আইপ্যাডকে মোকাবিলা করার চেষ্টা করেছিল। কিন্তু পারে নি। আইপ্যাড গ্যালাঙি ট্যাবকে টপকে চলে গেছে অনেক দূর। তারপরও তার কাছে পরাজয় স্বীকার করতে চায় না স্যামসাং। তাই তারা আইপ্যাডকে মোকাবিলায় বাজারে ছাড়ছে গ্যালাঙি ট্যাব ১০.১। বলা হয়েছে, এটি গ্যালাঙি ট্যাবেরই আরও উন্নত সংস্করণ। বিশ্ববাজারে মঙ্গলবারেই স্যামসাংকে ছাড়িয়ে যায় অ্যাপল। তারা এই বছরের প্রথম ৬ মাসে অ্যাপলের যে পরিমাণ আইপ্যাড বিক্রি হয়েছে তার চেয়ে অর্ধেক বিক্রি হয়েছে গ্যালাঙি ট্যাব। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে আরও বলা হয়েছে, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান জে. কে শিন বলেছেন- অল্প সময়ের মধ্যে আমাদের স্মার্টফোনের ব্যবসার বিসত্মার ঘটেছে। আমি বিশ্বাস করি, আমাদের ট্যাবলেটের উন্নতি খুব তাড়াতাড়িই ঘটবে। সারা বিশ্বে ক্রমবর্ধমান মোবাইল বাজার ব্যবস্থায় অ্যাপলের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্যামসাং। স্মার্টফোনের বাজারে অ্যাপল বেশ দূরত্ব বজায় রেখে তার পথ চলছে। গবেষণা প্রতিষ্ঠান কার্টনার পূর্বাভাস করেছে, এই বছরে অ্যাপল বিক্রির যে লড়্গ্যমাত্রা ধরা হয়েছে তা ৭ কোটি। কিন্তু আগামী বছরে তা ১০ কোটি ৮০ লাখে পৌঁছাবে। দাইয়ু সিকিউরিটির বিশেস্নষক জেমস সং বলেন, এ বছরের প্রথম কোয়ার্টারে অ্যাপলের যে বিক্রির রেকর্ড হয়েছে তাতে স্যামসাং শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে না। ওয়াল স্ট্রিটের প্রত্যাশাকেও পার করে গেছে অ্যাপলের আইফোন ও আইপ্যাড। তাদের অগ্রযাত্রা প্রতিহত করতে স্যামসাং গ্যালাঙি ১০.১ আনা হচ্ছে। এটি হবে আইপ্যাড-২ এর চেয়ে কিছুটা পাতলা ও ওজনে কম। এটি বাজারজাত শুরম্ন হবে যুক্তরাষ্ট্র থেকে। সেখানে আইপ্যাড ২ বিক্রি হচ্ছে ৫০০ ডলারে। একই দামে বিক্রি করা হবে গ্যালাঙি ট্যাব ১০.১।
Wednesday, September 7, 2011
আসছে গ্যালাক্সি ট্যাব ১০.১ দাম হবে আইপ্যাড-২ এর সমান
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment