সৃষ্টিকর্তা তার মঙ্গল করুক।
তিনি হুমায়ুন আহমেদ।
দেশের কৃতি লেখক।
তার প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদ।
মেয়ে - শিলা আহমেদ, বিপাশা আহমেদ, পুত্র নুহাশ আহমেদ।
তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন, হুমায়ুনের মেয়ে শিলা আহমেদের
ঘনিষ্ট বান্ধবী।
শিলা , শাওন কে পরিচয় করিয়ে দিয়েছিলেন হুমায়ুনের সাথে।
বলেছিলেন - বাবা , শাওন নাটকে অভিনয় করতে চায়।
সেই শুরু ........
শাওন কালনাগিনী হয়ে ছোবল দেয় গুলতেকিন, শিলা, বিপাশা , নুহাশ কে।
এর পরের ঘটনা সবার জানা - দেখা।
হুমায়ুন আহমেদ এখন জটিল রোগে আক্রান্ত। চিকিৎসা নিচ্ছেন
নিউইয়র্কে।
আর শিলা আহমেদ থাকেন সেই আমেরিকারই আরেক শহরে। আটলান্টায়।
শিলা কি হুমায়ুন কে দেখতে যাবেন ?
কিংবা নুহাশ কি নেবেন পিতার খোঁজ খবর ??
Friday, September 16, 2011
হুমায়ুন আহমেদ কে কি দেখতে যাবেন শিলা আহমেদ !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment