Saturday, September 17, 2011

মাউস ঠিক করার আধ্যাতিক উপায়। সাধারণ মানুষের বোধগম্য নয়!

আসসালামুআলাইকুম। আজকে আপনাদেরকে আমি সেখাব মাউস ঠিক করার আধ্যাতিক উপায়। মাউসের পয়েন্টার যদি ঠিকভাবে না নড়ে তাহলেই এই উপায় আবলম্বন করা যাবে। আগেই বলেছি আধ্যাতিক উপায় তাই সাধারন মানুষের এই পোস্ট বুঝা সম্ভব নয়!

এইখানে আপনারা একটি মাউসের নিচের ছবি দেখতে পারছেন। এইখানে কালো উঁচা কিছু অংশ আছে খেয়াল করবেন। আমরা কম্পিউটারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখে এইখানে ধুলা জমে। এই কারনেই অপটিকাল মাউসের পয়েন্টারটা ঠিক ভাবে নড়ে না। আপনারা যদি কোন ভাবে সাধনা করে এই ধুলা পরিষ্কার করে ফেলতে পারেন তাহলেই দেখবেন আপনার মাউসের পয়েন্টার সম্পূর্ন ঠিক ভাবে মুভ করতেসে।

তাহলে শিখে ফেললেন তো কিভাবে মাউস ঠিক করে। হালকা মজাও করলাম কেউ মাইন্ড করেন না। এইটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করে দিয়েন।

পোস্টটি ভাল লাগলে আমার একটা বস্তা পচা ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ

আল্লাহ হাফেজ

No comments:

Post a Comment