হতাশাঃ কলা খেলে মন-মেজাজ ফুরফুরে থাকে, হতাশা কেটে যায়।
ভিটামিনঃ কলাতে ভিটামিন-এ,ভিটামিন বি-৬, ভিটামিন বি-১২, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে।
রক্তশূন্যতাঃ কলা রক্তশূন্যতা প্রতিরোধ হয়।
উচ্চ রক্তচাপঃ উচ্চরক্তচাপ ও স্ট্রোকের সম্ভাবনা প্রায় ৪০% কমিয়ে দেয়।
কোষ্ঠকাঠিন্যঃ কলা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন।
গ্যস্ট্রিকঃ যাদের গ্যস্ট্রিক রয়েছে তাদের জন্য কলা প্রাকৃতিক এন্টাসিড হিসাবে কাজ করবে।
পোকামাকড়ের কামড়ঃ পোকামাকড় কামড় দিলে কোন ঔষধ দেবার আগেই যদি কলা সেই জায়গাতে কলা দেয়া যায় তাহলে লাল হয়ে ফুলে যাওয়ার ভাবটা কমে যায়।
অতিরিক্ত ওজনঃ কলা অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে।
তাপমাত্রা নিয়ন্ত্রণঃ গর্ভবতী মহিলাদের শারীরিক ও মানসিক যে চাপের জন্য উচ্চতাপমাত্রা হয়ে থাকে সেটা কলা খেলে ঠান্ডা এবং নিয়ন্ত্রণে আসে।
ধূমপান ও টোব্যাকো আসক্তিঃ যারা ধূমপায়ী তাদের ধূমপান ত্যগ করার জন্য কলা অন্যতম উপকারী ফল
No comments:
Post a Comment