Thursday, September 15, 2011

Winrar ভার্সন 4.01 (লেটেস্ট প্রিক্র্যাকড এডিশন)

এক্সপি আর সেভেনে *.zip আর্কাইভবিশিষ্ট ফোল্ডার খোলার বিল্টইন সুবিধা থাকলেও সমস্যা বাধে *.rar ফাইল খোলার সময়। *.rar এক্সটেনশনযুক্ত কোন ফাইল কিভাবে খোলা যায় তা নিয়ে অনেককে বিপাকে পড়তে দেখেছি। এই অহেতুক মুশকিল আসানের জন্য ইন্সটল করে নিতে পারেন Winrar সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন Winrar 4.00-


ডাউনলোড লিঙ্ক

সফটওয়্যারটি ফ্রি নয়। তবে উপরে দেয়া লিঙ্কটি প্রিরেজিস্টার্ড ভার্সন, তাই কোনপ্রকার ঝামেলা ছাড়াই ফ্রিতে ফুল ভার্সনের মজা নিতে পারবেন, যতদিন খুশি। ইন্সটল করার সাথে সাথেই দেখবেন অটো রেজিস্টার্ড হয়ে গেছে...ক্র্যাক/প্যাচের ঝামেলা নেই B-)

উইনরারের ফ্রিওয়্যার অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন- 7-zip ....
উইনরারের তুলনায় ফিচার কিছু কম পেলেও 7zip দিয়ে *.rar ফর্মেটের ফাইল/ফোল্ডারগুকে অনায়াসে এক্সট্রাক্ট করে নিতে পারবেন :)

No comments:

Post a Comment